বাংলা উইকিপিডিয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী: উইকিমিডিয়া বাংলাদেশের প্রথম দেশব্যাপী আয়োজন

10th year anniversary of Bengali Wikipedia.jpg
বাংলা উইকিপিডিয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত গালা ইভেন্টের অংশগ্রহণকারীরা জিমি ওয়েলসের সাথে। ছবি: সুকান্ত দাস, CC-BY-SA 4.0-এর অধীনে মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশিত।

বাংলা উইকিপিডিয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে বাংলাদেশের ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে আয়োজিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠানমালা। প্রায় সাতমাসব্যাপী স্থায়ী এসব অনুষ্ঠানমালা আয়োজনে সম্পৃক্ত ছিল দেশের বিভিন্ন স্থানের উইকিপিডিয়ান এবং স্বেচ্ছাসেবক। উইকিপিডিয়ানদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্যে ছিল উইকিপিডিয়া কর্মশালা।

উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস ২০১৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গালা ইভেন্টে অংশ নিতে ঢাকা সফর করেন। এছাড়া ২০১৫ সালের মে মাসে অনুষ্ঠিত বাংলা উইকিপিডিয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রি জুনায়েদ আহমেদ পলক।

২০০৪ সালের জানুয়ারিতে চালু হয় বাংলা উইকিপিডিয়া। বর্তমানে এতে ৩৬,০০০-এরও বেশি নিবন্ধ এবং ১০০-এরও অধিক সক্রিয় উইকিপিডিয়ান রয়েছে। ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ২০১৪ সালে আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হলেও সেসময় জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তি রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা বাতিল করে ২০১৫ সালে আয়োজনের পরিকল্পনা করা হয়।

আমাদের এসমস্ত আয়োজনের লক্ষ্য ছিল বাংলাদেশব্যাপী বাংলা উইকিপিডিয়ার কার্যক্রমকে সম্প্রসারণ করা এবং মানসম্পন্ন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির জন্যে পুরনো ও নতুন উইকিপিডিয়ানদের প্রশিক্ষণ প্রদান করা। আমরা এই অনুষ্ঠানমালার অধীনে উইকিপিডিয়া কর্মশালা, সেরা উইকিপিডিয়ানদের পুরস্কৃতকরণ, আলোকচিত্র প্রতিযোগিতা, ফটোওয়াক, স্কুল প্রোগ্রাম, গালা ইভেন্ট এবং ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনের আয়োজন করেছি। মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশের সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত কর্মশালা এবং প্রারম্ভিক সংবাদ সম্মেলনের পৃষ্ঠপোষকতা করেছে। অন্যান্য অনুষ্ঠানগুলো উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুদানে উইকিমিডিয়া বাংলাদেশ সম্পন্ন করেছে।

নতুন উইকিপিডিয়ানদের মধ্য থেকে নির্বাচিত সেরা অবদানকারী অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে। ছবি: শাবাব মুস্তাফা, CC-BY-SA 4.0-এর অধীনে মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশিত।

সাতমাসব্যাপী এই বর্ষপূর্তি আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে:

  • বাংলা উইকিপিডিয়ার ১০ম বর্ষপূর্তি আয়োজন শুরু হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন দিয়ে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানমালার বৃত্তান্ত, বিগত দশকে বাংলা উইকিপিডিয়ার প্রসার এবং এই আয়োজনের লক্ষ্য সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
  • বাংলা উইকিপিডিয়া ফটোগ্রাফি কন্টেস্ট” ২০১৪ সালের ১ সেপ্টেম্বর শুরু হয়ে ৩১ ডিসেম্বরে শেষ হয়। এই কন্টেস্টের বিষয় ছিল বাংলাদেশের প্রাকৃতিক ভূদৃশ্য এবং ঐতিহ্য। এই আয়োজনে ৪,৬০০-এরও বেশি আলোকচিত্র জমা পড়ে।
  • সাতটি বিভাগীয় কর্মশালার প্রথমটি আয়োজিত হয় ২০১৪ সালের ২৯ নভেম্বরে চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। গ্রামীণফোন এই সাতটি কর্মশালার পৃষ্ঠপোষকতা করেছে। এই সাতটি কর্মশালা ছাড়াও ঢাকা ও রাজশাহীতে আরো কয়েকটি কর্মশালা উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। কর্মশালাগুলোতে অংশগ্রহণকারীদের বাংলা উইকিপিডিয়ায় অবদানের ব্যাপারে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। প্রত্যেকটি কর্মশালায় অংশগ্রহণকারী নতুন উইকিপিডিয়ানদের মধ্যে থেকে তিনজনকে অবদানের ভিত্তিতে গালা ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়।
  • ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয় গালা ইভেন্ট। এতে অংশগ্রহণ করেন জিমি ওয়েলস। অনুষ্ঠানে প্রায় ৩০০ জন নিমন্ত্রিত অতিথি অংশ নেয়। অতিথিদের মধ্যে ছিলেন উইকিমিডিয়ান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তা। অনুষ্ঠানের প্যানেল আলোচনায় অংশ নেন জিমি ওয়েলস, মুনির হাসান (উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি), উইকিপিডিয়া জিরো সেবাপ্রদানকারী টেলিকম প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ এবং একাধিক শিক্ষা কর্মী। তারা উইকিমিডিয়া প্রকল্পসমূহের মাধ্যমে বাংলাদেশে মুক্ত জ্ঞান ও তথ্য প্রসারের লক্ষ্যে আলোচনা করেন।
  • ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং রংপুরে আটটি ফটোওয়াক অনুষ্ঠিত হয়। এসব ফটোওয়াকের লক্ষ্য ছিল উইকিমিডিয়া কমন্সে ফটোগ্রাফারদের অবদান করতে উৎসাহিত করা। এছাড়া বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থান, উল্লেখযোগ্য স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের মানসম্পন্ন আলোকচিত্র সংগ্রহ করাও এসব ফটোওয়াকের অন্যতম উদ্দেশ্য ছিল। পুরনো ঢাকা, জাতীয় উদ্ভিদ উদ্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পুঠিয়া রাজবাড়ি চত্বর, সিলেট ও রংপুর শহরে এসব ফটোওয়াক আয়োজিত হয়।

চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে বাংলা উইকিপিডিয়া কর্মশালা। ছবি: নাহিদ সুলতান, CC-BY-SA 4.0-এর অধীনে মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশিত।

বাংলা উইকিপিডিয়া ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে পুরস্কারপ্রাপ্ত উইকিপিডিয়ান, আলোকচিত্রী ও অনুষ্ঠানের আয়োজকবৃন্দের সাথে অতিথিরা। ছবি: কানন আহমেদ, CC-BY-SA 4.0-এর অধীনে মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশিত।

  • এই অনুষ্ঠানমালার প্রধান উদ্যোগ ছিল ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন, যা ২০১৫ সালের মে মাসে ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এটি ছিল বাংলা উইকিপিডিয়ার অবদানকারীদের সর্ববৃহৎ সমাবেশ যেখানে বাংলাদেশের বিভিন্ন স্থান ছাড়াও ভারত থেকে উইকিপিডিয়ানরা অংশগ্রহণ করেন। সম্মেলনে বিভিন্ন সেশন, আলোচনা অনুষ্ঠান ও কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও ভারতে উইকিপিডিয়ানদের মধ্যে সহযোগিতামূলক কার্যক্রম বৃদ্ধি এবং বাংলা উইকিপিডিয়ার প্রসারে নারীদের অবদান বৃদ্ধি শীর্ষক দুইটি সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া উইকিপিডিয়াতে মানসম্পন্ন নিবন্ধ তৈরি করা এবং উইকিমিডিয়া কমন্সে অবদান রাখা সম্পর্কেও কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৩২০-এরও বেশি উইকিপিডিয়ান ও উইকিমিডিয়ান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে সেরা উইকিপিডিয়ান এবং আলোকচিত্র প্রতিযোগিতার সেরা তিন আলোকচিত্রগ্রাহককে পুরস্কৃত করা হয়। প্রখ্যাত লেখক ও সাংবাদিক আনিসুল হক পুরস্কার প্রদান পর্বে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির খবর দেশের শীর্ষ সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত হয়।
  • উইকিপিডিয়া স্কুল প্রোগ্রামের উদ্দেশ্য ছিল স্কুলগামী ছাত্র-ছাত্রীদের উইকিপিডিয়া ব্যবহারে উৎসাহিত করা। প্রথম স্কুল প্রোগ্রামটি ঢাকার শহীদ পুলিশ স্মৃতি স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়। এতে ৯ম-১২শ শ্রেণীর প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের উইকিপিডিয়াতে অবদান রাখার ব্যাপারেও সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হয়।


১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের পরিবর্তে এই অনুষ্ঠানমালার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে উইকিপিডিয়ার প্রসারে উইকিপিডিয়ান ও আগ্রহীদের প্রশিক্ষণ প্রদান ও প্রাসঙ্গিক অনুষ্ঠান আয়োজিত হয়। এই আয়োজনমালার অন্যতম উদ্দেশ্য ছিল নতুন উইকিপিডিয়ান ও স্বেচ্ছাসেবকদের অনুষ্ঠান আয়োজনে সম্পৃক্ত করা। এই আয়োজন উইকিমিডিয়া বাংলাদেশের সাংগঠনিক কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেয়। উইকিপ��ডিয়া সম্পর্কিত পূর্বের প্রায় সব অনুষ্ঠানই ঢাকা কিংবা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই প্রথমবার দেশের অন্যান্য স্থানে অনুষ্ঠান আয়োজিত হয় যাতে স্থানীয় উইকিপিডিয়ানরা সম্পৃক্ত ছিলেন। ফলে তাদের অনেকেই নিজ উদ্যোগে স্থানীয়ভাবে অনুষ্ঠান আয়োজনে সক্ষমতা অর্জন করছেন।

আমাদের অনুষ্ঠানমালা বাংলাদেশের সাতটি বিভাগীয় শহরে আয়োজিত হয়েছে, ফলে দেশের বিভিন্ন স্থানে উকিপিডিয়া সম্প্রদ্বায় তৈরিতে তা ভূমিকা রাখছে। উইকিমিডিয়া সম্প্রদ্বায়ের বৈচিত্র্য বৃদ্ধি করার জন্য এবং উইকিমিডিয়া আন্দোলনকে বিস্তৃতভাবে প্রসারের লক্ষ্যে উইকিমিডিয়া সংস্থাগুলোর উচিত তাদের আয়োজনে বিভিন্ন স্থান, শ্রেণী, পেশা ও ধর্মের মানুষকে সম্পৃক্ত করা।

Tanweer Morshed
Executive Committee Member
Wikimedia Bangladesh

Archive notice: This is an archived post from blog.wikimedia.org, which operated under different editorial and content guidelines than Diff.